বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সীমান্তের জিরো পয়েন্টে  বিএসএফের কাজে বিজিবির বাধা, ভারত-বাংলাদেশের ফ্ল্যাগ মিটিংয়ের সম্ভাবনা 

Kaushik Roy | ০৭ ডিসেম্বর ২০২৪ ১১ : ১২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের টানা অশান্তির জেরে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ। ভারত- বাংলাদেশ সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে শনিবার সকালে স্বরূপনগরের সোনাই নদীর তীরে কাঁটাতার দিতে গেলে বিজিবি বাধা দেয় বলে অভিযোগ। তার জেরে দু' দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ায়। দুপুরে দু'দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং-এর সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর এলাকা উপর দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বয়ে গিয়েছে সোনাই নদী।

 

ওই নদীর বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথে কোনও কাঁটাতার নেই। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার সকালে নদী বরাবর জিরো পয়েন্টে কাঁটাতার দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। আমুদিয়া থেকে আরসিকাটি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তাতে বাধা দেয় বলে অভিযোগ। তারপর বিএসএফ ও বিজিবির আধিকারিকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। কাঁটাতার দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত আইন মানা হয়নি বলে বিজিবি অভিযোগ তোলে।

 

তারা দু'দেশের সীমান্ত নির্দেশক স্তম্ভ থেকে ১৫০ মিটার ভিতরে গিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, তারা আন্তর্জাতিক আইন মেনেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে। দু'দেশের সীমান্তরক্ষী আধিকারিকদের মধ্যে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে। তারপর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়।  শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ওই মিটিংয়ে আন্তর্জাতিক সীমান্ত আইন নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা হবে। তারপর কাঁটাতারের বেড়ার কাজ শুরু হবে।

 

প্রসঙ্গত, বাংলাদেশের সম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও জলসীমান্তগুলো এখনও উন্মুক্ত রয়েছে। বসিরহাট মহকুমা স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ থানার শামসেরনগর পর্যন্ত স্থলসীমান্ত রয়েছে ৪৫ কিলোমিটার। জলসীমান্ত রয়েছে ৫০ কিলোমিটার। সীমান্তরক্ষী বাহিনী জল ও স্থল দুই সীমান্তেই নজরদারি বাড়িয়েছে। সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ারও ভাবনাচিন্তা চলছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে সোনাই নদীর তীরে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল। বিজিবির বাধায় আপাতত তা স্থগিত হয়ে গেল।


#Local News#BSF#WB News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...



সোশ্যাল মিডিয়া



12 24